কঠোর নিরাপত্তা, উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজে রংপুর সদরের হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুষ্করিনী ইউনিয়নে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ৩৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য প্রার্থী ১২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
এদিকে হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুষ্করিনীতে নির্বাচন ও নির্বাচন পরবর্তী যেকোনো সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি, র্যাব ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও আচরণবিধি দেখভালের জন্য মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তবে চন্দপাট ইউনিয়নের জাতীয় পার্টি চেয়ারম্যান পদ প্রার্থী রুহুল আমিন লিটন নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ করে বলেন ,তাকে তার এজেন্টদের সাথে দেখা করতে বাধা প্রদান করা হয়েছে । তিনি নিরপেক্ষ ভাবে পুলিশের সহায়তা চেয়েছেন ।
এদিকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম। তিনি জানান, ভোটার, ভোটগ্রহণ কর্মকর্তা, ভোট কেন্দ্রে প্রার্থীদের পোলিং এজেন্টসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। তিনটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
তিনটি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৮১ হাজার ৫’শ ৬১ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ৪০ হাজার ৫’শ ৩৯ জন এবং পুরুষ ৪১ হাজার ২২ জন।
উল্লেখ্য, রংপুর সদরের তিন ইউনিয়ন ছাড়াও তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ও গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন এবং পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।