রংপুর সদর উপজেলার পালিচড়া নয়াপুকুর মজিদা খাতুন স্কুল এন্ড কলেজ সংলগ্ন মিনি স্টেডিয়ামের কাজের উদ্বোধন করা হয়।সোমবার উপজেলার নয়াপুকুর নামক স্থানে মিনি স্টেডিয়ামের কাজের উদ্ভোধন করেন জেলা ক্রীড়া ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এড. আনোয়ারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেনরংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি,উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি, সদ্যপুষ্করনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর বকশি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির,সাধারন সম্পাদক হালিমুল হক,দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান মাস্টার,সদ্যপুষ্করিনী ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি মোকছেদুর রহমান দুলু,চন্দনপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সনজিৎ তুমার নাড়ু প্রমুখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।