দেবী দুর্গার শক্তির বন্দনা আর অসুর বধের প্রত্যয়ে আজ শনিবার মণ্ডপে মণ্ডপে চলছে মহাঅষ্টমী পূজা। এবার করোনা পরিস্থিতির কারণে মহাঅষ্টমীর মূল আকর্ষণ ঢাকার রামকৃষ্ণ মিশনসহ অন্যান্য স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে না। আজ পূজা শেষে ভক্তরা বাসায় বসেই অনেকে অঞ্জলি দিয়েছেন ।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকানুযায়ী, আজ সকাল ৫টা ১৬ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি বিহিত পূজা প্রশস্তা ও মহাঅষ্টমীর ব্রতোবাস শুরু হয়। এরপর সকাল ৬টা ৩৫ মিনিট থেকে ৭টা ২৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা।
করোনা মহামারির কারণে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এ বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারের দুর্গোৎসবকে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
সন্ধ্যায় আরতির পরই বন্ধ করে দেওয়া হচ্ছে পূজামণ্ডপ। থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধুনুচি নাচের প্রতিযোগিতা। জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রেখেই দুর্গাপূজায় আগেই প্রসাদ বিতরণ ও বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ মহাঅষ্টমী পূজা, রোববার সকালে বিহিত পূজার মাধ্যমে মহানবমী পূজা এবং সোমবার সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবার দেবী এসেছেন দোলায়, যাবেন হাতিতে চড়ে।
রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী রংপুর জেলায় ৮৯৮টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে ।রংপুর ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক পার্থ বোস বলেন,সরকারের ২৬টি নির্দেশনা মেনে এবার উৎসব নয়,শুধু দেবী দূর্গার পূূজা করা হচ্ছে।