রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ও জাইকা সিফরসি প্রকল্পের সহায়তায় ”জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য” শীর্ষক স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগীতায় জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে রচনা প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
অনুষ্ঠানে রংপুর সিটি কর্পেরেশনের সচিব রাশেদুল বারীর সভাপতিত্বে ও প্রকল্প সিটি গভর্ন্যাস স্পেশালিষ্ট মি. ব্রজ কিশোর ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পেরেশনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান এবনে তাজ, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম জালাল উদ্দীন আকবর, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ¦ মাহমুদুর রহমান টিটু, জাইকা এক্সপার্ট ও প্রকল্পের ডেপুটি টিম লিডার মি. টাইসুকেট কোকো, প্রকল্পর টিম লিডার মিজান উকো আনজাই, জাইকার বাংলাদেশ অফিসের রিপ্রেজেন্টেটেটিভ গভর্নস ও পাবলিক এডমিনিষ্টেশন মি. হিরোকিও য়াটানাবে।
গত বছরে অনুষ্ঠিত স্কুল রচনা প্রতিযোগীতায় রংপুর সিটি কর্পোরেশনের ৪টি হাইস্কুল অংশ গ্রহন করেন। স্কুলগুলো হচ্ছে, রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সেনপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়।
স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগীতায় মোট ৫৮১ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় প্রতিটি স্কুলে ১ম, ২য় ও ৩য়সহ ১০ জন করে মোট ৪০ জন বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ক্রেস্ট, হাত ঘড়ী ও সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজীয়দের শিক্ষর্থীদের হাতে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি রসিক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় রংপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য করোনা মহামারীর কারণে উক্ত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি বিলম্ববীত হলো।