রংপুর সিটি চিকলি পার্কে কিং রাইডের নতুন মডেলের দুইটি প্যাডেল বোট উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় রসিক মেয়র বলেন, সিটি চিকলি পার্কটিকে আধুনিক ও মানসম্মত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহমুদ টিটু, প্রধান নির্বাহী মোঃ রুহুল আমীন মিঞা। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, প্রোকৌশলী (যান্ত্রিক) মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পরিচ্ছন্ন কর্মকর্তা ও পার্ক ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজু, মোঃ সুমন, মোঃ নাদিম, মোঃ বিপুল, মোঃ নয়ন, মোঃ মামুন, কিং রাইডের স্বত্বাধিকারী মিঞা মোঃ সুজন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা।
প্যাডেল বোট উদ্বোধন শেষে আগত অতিথিবৃন্দ চিকলি পার্কে চলমান সুইমিংপুলের কাজ পরিদর্শন করেন।
প্যাডেলবোট দুটির সরবরাহকারী প্রতিষ্ঠান কিং ফাইবার গ্লাস এন্ড পার্ক রাইড ইঞ্জিনিয়ারিং।
উপস্থিত দর্শনার্থীরা পার্কটির আধুনিকায়নে সংশ্লিষ্টদের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।