বুধবার, ৩১ মে ২০২৩, ১১:২৯ অপরাহ্ন

রজমান উপলক্ষ্যে ২শত দরিদ্র ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

ফ্রান্স ভিত্তিক দাতা সংস্থা লাইফ এর সহায়তায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) পবিত্র রজমান মাসকে সামনে রেখে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের ২শ দরিদ্র ও দুস্থ্য পরিবারের মাঝে, প্রতিটি পরিবারের জন্য মোট ৬৫ কেজি পরিমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার ইউনিয়নের ইসলামপুরে অবস্থিত বিজিএস-ভোকেশনাল ট্রেনিং কেন্দ্রের প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবার রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্¦োধন করেন এবং পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা।

 

এ সময় ফ্রান্স ভিত্তিক দাতা সংস্থা লাইফ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মিঃ ভিরজিল । এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) সংস্থার কেন্দ্রীয় অফিসের পক্ষ থেকে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার (টিভিইটি) জগদীশ চন্দ্র রায়, ম্যানেজার (ফাইনান্স এন্ড একাউন্টস) মোঃ সিরাজুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার (এমএফপি) মোঃ জোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

 

খাদ্য সামগ্রী গ্রহণ করে গরীব পরিবারের সদস্যগণ সহায়তাকারী সংস্থার জন্য দোয়া করেন এবং আসন্ন পবিত্র রমজান যথাযথভাবে পালনে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!