রংপুর সিটি কর্পোরেশনে নতুন সংযোজিত হয়েছে রেড ক্লিনার। সড়কের ধুলা ময়লা ও জমে থাকা পানি অপসারণে অত্যাধিক কার্যকরী এই গাড়িটি। গাড়ির ভিতরেই রিজার্ভ ট্যাংকি থাকায় এটি সরাসরি তার ভ্যাকুয়াম যোগে ময়লা অপসারণ করে গাড়িতেই জমা রাখে। পরবর্তিতে ময়লাগুলো নিকটস্থ ডাষ্টবিনে ফেলে দেয়া হবে। রংপুর সিটি কর্পোরেশন ও দিনাজপুর পৌরসভায় অত্যাধুনিক সুবিধা সম্বলিত ২টি গাড়ি হস্তান্তর করা হয়েছে।
এলজিইডি মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে ২০টি গাড়ি বরাদ্দ করা হয়েছে। রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, রংপুর নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সরকার অত্যাধুনিক গাড়ি বরাদ্দ করেছে। ভ্যাকুয়াম সম্বলিত ড্রাম গাড়িতে থাকায় যে কোন এলাকায় গাড়িতে প্রবেশ করলেই অটোমেটিক ময়লা ও জমে থাকা পানি গাড়িতে জমবে। পরে গাড়ির চালক নিকটস্থ ডাস্টবিনে ময়লা ফেলবেন।
নগরীতে জলাবদ্ধতা থাকায় গাড়িটি এখনও নগরীতে কাজ শুরু করেনি তবে দ্রুত সময়ের মধ্যে রোড ক্লিনার গাড়ির মাধ্যমে নগরীকে পরিপাটি রাখা হবে। সেইসাথে নগরীর ময়লা আর্বজনাও দ্রুত অপসারিত হবে। এর সাথে নগরবাসীর জীবনমানও উন্নত হবে। ধীরে ধীরে নগরীকে পরিপাটি করে সাজাতে কাজ করছে রসিক।