রংপুর সিটি করপোরেশন নির্বাচনে (রসিক) মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় তিনি নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
ইভিএম এবং নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, ইভিএমে ভোট গ্রহণের ক্ষেত্রে ফলাফল যা হবে তা মেনে নেওয়া হবে।
দলীয় প্রার্থিতা নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দলের চেয়ারম্যান, মহাসচিব, কো-চেয়ারম্যানসহ নেতাকর্মীদের ধন্যবাদ জানান মোস্তফা। এ ছাড়া নির্বাচনে আওয়ামী লীগ,অন্য দলসহ কোনো প্রার্থীকেই কম গুরুত্ব দিয়ে দেখছেন না বলে জানান তিনি।
মনোনয়ন দাখিলের সময় তার সাথে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।