রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেছেন, রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা এখন ময়লা আবর্জনায় একাকার হয়ে আছে। চলাচলের সময় সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হয়েছে। প্রতিদিন পথচারী ও অটোসহ যানবাহনের যাত্রীরা উৎকট দুর্গন্ধ সহ্য করেই চলাচল করেন। এ কারনে বিষিয়ে ওঠেছে নগরীর পরিবেশ। তিনি বলেন, সকাল- বিকেল এবং রাতে বাসি-পচা খাবার, মুরগি ব্যবসায়ীদের মরা-পঁচা মুরগী ও জবাই করা মুরগির পালক, নাড়ি-ভুড়ি এবং বাসাবাড়ির ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেলা হচ্ছে।
অল্প বৃষ্টিতে ও বাতাসে দুর্গন্ধযুক্ত আবর্জনা স্তুপ ছড়িয়ে পড়ে সড়কে। এতে করে সেখানে যেমন মশা-মাছির উপদ্রব বাড়ছে, তেমনি দূষিত হচ্ছে পরিবেশ। এর ফলে এগুলো অল্প সময়ের মধ্যেই পঁচে গিয়ে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। যেখানে ময়লা আবর্জনা ফেলে সে স্থান থেকে নক ঢেকে চলছে পথচারীরা। উৎকট গন্ধের কারণে সংশ্লিষ্ট এলাকায় পথচারীদের চলাচলের সময় নি:শ্বাস বন্ধ হয়ে আসে । জননেতা তুষার কান্তি মন্ডল বলেন, নগরীর অসংখ্য স্থানের ময়লা- আবর্জনা দীর্ঘদিন থেকে পড়ে থাকে। সহজে অপসারন করাও হয় না। অনেক স্থানের ময়লা ফেলায় পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে। ময়লা-আবর্জনা থেকে এলাকায় জীবাণু ছড়াচ্ছে। সেখানে মশা-মাছি কারখানায় পরিণত হচ্ছে। আর পোকামাকড় কিলবিল করে।
ময়লা ফেলায় পরিবেশ একবারে নষ্ট হয়ে যাচ্ছে। কারও পক্ষে নি:শ্বাস নিয়ে চলাচল সম্ভব নয়। এ অবস্থা অনেক দিন থেকে চলছে। চলাচলে কষ্ট হচ্ছে মানুষের। নাক বন্ধ করেই দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন। মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, এই বিভাগীয় নগরীর লোকসংখ্যা প্রায় ১০ লাখ। বিভাগীয় নগরী হওয়ার কারনে প্রতিদিন বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা এবং ঠাকুরগাঁও জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মানুষ আসেন। এছাড়াও এসব জেলা উপজেলা ছাড়াও ঢাকাসহ বাইরেরর জেলা ও উপজেলা থেকেও মানুষ ভিড় করে এই নগরীতে । পাশাপাশি বিদেশীরাও ঘুরতে আসেন রংপুরে। বিশেষ করে রংপুর নগরীতে ভারত, ভুটান ও নেপালের প্রায় ২০০ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। রংপুর সিটি করপোরেশন পরিস্কার রাখুন। যেন বাইরে থেকে আসা লোকজন থেকে শুরু করে বিদেশীরা ময়লা আবর্জনা দেখে মন্দ ধারনা না নেয়। তাই মেয়রকে আবারো বলছি বিভাগীয় নগরী রংপুর সিটি করপোরেশন পরিষ্কার রাখুন। বাইরে থেকে আসা লোকজন যেন বলতে না পারে রংপুর সিটি করপোরেশন নোংরা।