রাজধানীর তিনটি স্থানে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শাহবাগ আজিজ সুপার মার্কেট, গুলিস্তান রমনা ভবন ও জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, গুলিস্তান রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাসটি যাত্রী বোঝাই ছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি জানান, প্রেসক্লাবের সামনে ঘাটারচর টু চিটাগাং রোডে চলাচলকারী রজনীগন্ধা পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে ও গুলিস্তান রমনা ভবনের সামনে দু’টি গাড়িতে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দু’টি করে মোট চারটি ইউনিট পাঠানো হয়েছে এবং আগুন নির্বাপণ করা হয়েছে। হতাহতের কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি।