বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা ২০২১-২০২৩ ত্রি বার্ষিক নির্বাচন ২০২০ শুক্রবার স্থানীয় টাউন হলে আয়োজিত নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিট এর চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এড.ছাফিয়া খানমের সভাপতিত্বে সাধারণ সভায় বিগত বছরের ইউনিটের কার্যবিবরণী বিভিন্ন কার্যক্রমের তথ্য লিখিতভাবে উপস্থাপন করেন।
সোসাইটির স্ক্রেটারি রওশানুল কাওসার সংগ্রাম বক্তব্য রাখেন। সদস্য আশরাফুল আলম আল- আমিন,ডা.মো ইউসুফ আহমেদ,আজিজুর রহমান,অধ্যক্ষ ফখরুল আলম বেনজু,জয়নাল আবেদীন,মেরিনা লাভলী,আরিফুল কবির বাটুল,মাহে আলম রিপন,কায়সার রাশেদ খান শরীফ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা রেড ক্রিসেন্টর কর্মকর্তা ইলিয়াস আহমেদ।
সাধারণ সভা শেষে ২য় পর্বে হাসান ইমাম প্রধান নির্বাচন সমন্বয়ক নির্বাচন, পরিচালনা কমিটির সদস্য সচিক ইলিয়াস আহমেদ,আজিজুর রহমান ও সাদেক আলী সদস্যের নেতৃত্বে ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচনে রেহেনা আশিকুর রহমান ভাইস চেয়ারম্যান, রওশানুল কাওসার সংগ্রাম পুনরায় সেক্রেটারি নির্বাচিত হন। অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন কাওসার রাশেদ খান শরীফ,আশরাফুল আলম,রফিক হাসনা,মাহে আলম,মঞ্জুরুল আলম।