রোড সেপ্টি ফাউন্ডেশন রংপুর জেলা শাখার মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরীর মর্ডাণ মোড় অস্থায়ী কার্যলয়ে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্ঠা বিমল কৃষ্ণ রায়। আহবায়ক এস এম জিন্নাহ্ চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মর্জিনা সরকার, সদস্য-সচিব ডাঃ মানিক রায়, সরকারি সদস্য সচিব শাহ্ আলম, সাংগঠনিক সচিব মন্জুরা ভুইয়া, অর্থ সচিব এসমোতারা খাতুন, তথ্য ও গণমাধ্যম সচিব আসাদুজ্জামান আফজাল, চিকিৎসা সচিব ডা রন্জন সেন, গবেষণা সচিব আতিকুর রহমান আতিক, কার্যকারি সদস্য মোঃ মামুন ইসলাম। খবর বিজ্ঞপ্তি