কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ক্যাম্পের টু ডাব্লিউ ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুতুপালং ক্যাম্পে নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার রাতেও দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি চলে। এসময় তারা বেশ কয়েকটি ঘরবাড়ী ও দোকান পাটও ভাংচুর করে। গোলাগুলিতে আবুল কালাম ও শামসুল আলম দুই রোহিঙ্গা নিহত হয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানায় পুলিশ।