বুধবার, ৩১ মে ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন

লকডাউনে গণপরিবহন বন্ধ

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

লকডাউনের বিধিনিষেধের আওতায় সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

 

রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জরুরি সেবা, পণ্যপরিবহন, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র ও গার্মেন্ট সামগ্রী পরিবহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর আগে সোমবার থেকে যাত্রীবাহী রেল ও নৌযান চলাচল বন্ধ থাকার বিষয়টি রবিবার পৃথকভাবে জানিয়েছে রেল ও বিআইডব্লিউটিএ।

এছাড়া অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলও সোমবার থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর আগে করোনা পরিস্থিতির অবনতির কারণে সোমবার থেকে সাত দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।

নিজের সরকারি বাসভবনে রবিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।পরে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউনে জরুরি সেবা দেয়- এমন প্রতিষ্ঠানগুলোই শুধু খোলা থাকবে। জরুরি সেবা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!