বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও যুবলীগ নেতা লক্ষিন চন্দ্র দাসসহ ৪ জনকে উড়ো চিঠির মাধ্যমে শেষ যাত্রার কাপড়সহ প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে প্রেসক্লাবের সামনে রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অলক নাথ, গণসংযোগ সম্পাদক কৃষ্ণ রায়সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত সরকার মুকুল। বক্তারা প্রশাসনের নিকট অনতিবিলম্বে উড়ো চিঠির ব্যাপারে তদন্ত করে প্রকৃত দোষিকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার অনুরোধ জানান। সেই সাথে জীবনের নিরাপত্তা হুমকির মুখে সেটিও প্রশাসনের কাছে তুলে ধরেন। উল্লেখ্য রংপুরের পূজা উদযান পরিষদের নেতা বাবু লক্ষিণ চন্দ্র দাসকে মিথ্যে ঠিকানা ব্যবহার করে শেষ যাত্রার কাপড়সহ প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়। উড়ো চিঠিতে পূজা উদযাপন পরিষদ রংপুরের সমর, ধনজিৎ ঘোষ তাপস ও অলোক নাথেরও নাম রয়েছে।