লায়ন্স ক্লাব রংপুর ভিশন এর অক্টোবর সেবা কর্মসূচি উদ্বোধন করা হয়। (বৃহস্পতিবার ১৫ অক্টোবর) সরকারি বেগম রোকেয়া কলেজে বৃক্ষরোপণের মধ্য দিয়ে অক্টোবর সেবা মাসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। লায়ন্স ইন্টার ন্যাশনালের অ্যাপ্রন পরিহিত সুসজ্জিত লায়ন সদস্যদের প্রাণের মেলায় সুদৃশ্য বেলুন উড়িয়ে যৌথভাবে উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বারই ও ক্লাব প্রেসিডেন্ট অ্যাডভোকেট মুনীর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নূরল আলম ও টিচার্স কাউন্সিলের সেক্রেটারি প্রফেসর মোঃ আজিজুল ইসলাম ও কলেজ শিক্ষকগণ। পরে অধ্যাপক ও লায়নগণ একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালির পর সকলে মিলে কলেজ চত্বরে ফলদ ও বনজ বৃক্ষের বেশ কিছু চারা রোপন করেন। সবশেষে কলেজ স্টাফ কাউন্সিল রুমে ক্লাব প্রেসিডেন্টের সভাপতিত্বে লায়ন রবিউল হাসান রনির সন্চালনয় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।লায়ন ইমদাদুল হকের কন্ঠে পবিত্র কোর’আন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অতিথিদেরকে ক্লাবেল সুভ্যনির উপহার দেন ক্লাব ট্রেজারার লায়ন আশিক মাহমুদ খান এবং লায়ন পিন পরিয়ে বরণ করে নেন ক্লাব প্রেসিডেন্ট।স্বাগত বক্তব্য দেন ক্লাব পরিচালক ও স্বাগতিক কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মাহফিজুল আনাম। শুভেচ্ছা বক্তব্য দেন বৃক্ষরোপণ কর্মসূচির চেয়ারপার্সন লায়ন কানিজ মোর্শেদ ও ক্লাব সেক্রেটারি লায়ন জেনিভা তাসমিম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বৃক্ষরোপণের জন্য সরকারি বেগম রোকেয়া কলেজকে নির্বাচনের জন্য রংপুর ভিশনকে ধন্যবাদ জানান এবং করোনা মহামারির মধ্েয এই কর্মসূচি পালনের জন্য ভিশন পরিবারের প্রশংসা করেন। তিনি আরও বলেন মহামারির পর রংপুর ভিশন তার কলেজে এ ধরনের আরও কোন কর্মসূচির আয়োজন করলে তিনি স্বাগত জানাবেন।সভাপতির ভাষনে অ্যাডভোকেট মুনীর চৌধুরী লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং রংপুর ভিশন কে কলেজ চত্বরে বৃক্ষরোপণে সুযোগ দেয়ার জন্য কলেজ কর্তৃপক্ষে নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরিশেষে ক্লাবের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন লিও উপদেষ্টা লায়ন মাহশিদ ফারহান জিহান।