রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে নবনির্মিত বঙ্গবন্ধু স্মারক ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি থেকে বঙ্গবন্ধু স্মারক ভাস্কর্যের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
এসময় জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, এ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, এজন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব নিয়ে পড়াতে হবে। বঙ্গবন্ধুর আদর্শগুলো জানতে হবে, দুখি মানুষের পাশে দাড়াতে হবে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তাহলে সোনার বাংলা গড়া সম্ভব হবে।
উদ্বোধনী আলোচনায় লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুরের অধ্যক্ষ রায়হান শরীফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুরের গভনিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা লায়ন আকবর হোসেন, লায়ন্স ক্লাব রংপুরের প্রেসিডেন্ট লায়ন এ কে এম বানিউল আদম বাবু।
এসময় লায়ন্স স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক ও ক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ কাবিরুল ইসলাম।