বুধবার বিকেলে (৯ ডিসেম্বর) বিমানবন্দর থেকে বিশালাকৃতির বোমাটি উদ্ধার করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় তিন মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির ২৫০ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়। বিকেলে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করে বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী ইউনিট।
টার্মিনালের মাটি খোড়ার সময় শ্রমিকরা সিলিন্ডার আকৃতির বোমাটি দেখতে পায়। পরে কর্তৃপক্ষকে জানালে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা। এ সময় তারা নিশ্চিত করে এটি বোমা।