শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন
নিউজ ফ্লাশ
লায়ন্স স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু স্মারক ভাস্কর্যের উদ্বোধন রজমান উপলক্ষ্যে ২শত দরিদ্র ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ ‘লিচুর রাজ্য’ দিনাজপুরে সোনালি মুকুলে ভরে গেছে গাছ দাফনের প্রায় সাত মাস পর কবর থেকে তরুণীর লাশ উত্তোলন দেশের ২০ জেলায় হতে পারে ৬০ কিলোমিটার বেগে ঝড় নবাবগঞ্জ বাজার আন্ত:ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ নজরুল সংঘ  পাঠাগারের বার্ষিক সাধারণ সভা আইসিটি আইনের মামলায় গ্রেফতার মাহি, কারাগারে প্রেরণ জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

শিশুকে বলাৎকারের পর হত্যা এবং মুক্তিপণ দাবি, যুবক গ্রেফতার

এপ্লাস অনলাইন
  • আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

দিনাজপুরের খানসামা উপজেলায় অপহরণের দুদিন আরিফুজ্জামান (৮) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, আরিফুজ্জামান খানসামা উপজেলার কায়েমপুর গ্রামের আতিউর রহমান। শুক্রবার বিকেল বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় সে। এ নিয়ে কার বাবা আতিউর থানায় একটি অভিযোগ দেন। পুলিশ এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রোববার রাতে আটক উপজেলার কায়েমপুর মাস্টারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে শরিফুল ইসলাম (২৪) নিজের দোষ স্বীকার করেন।

 

তার দেওয়া তথ্যে দিনগত রাত ১টার দিকে পাকেরহাটে পুলিশের সাবেক গাড়িচালক আব্দুস সালামের বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে আরিফের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ সময় কার হাত-পা বাঁধা অবস্থায় ছিল।

 

পুলিশ সুপার শাহ ইফতেখার আরও বলেন, আব্দুস সালামের একটি ঘর ভাড়া করে দীর্ঘদিন ধরে থাকছিলেন শরিফুল ইসলাম। তবে তার পরিবার সেই ভাড়া বাসার বিষয়ে কিছু জানতো না। শুক্রবার বিকেলে শিশু আরিফকে তার বাড়ির পাশ থেকে শরিফুল অপহরণ করে সেই ভাড়া বাসায় নিয়ে যান। পরে সেখানে তাকে বলাৎকার করেন শরিফুল। বলাৎকারের পর পরিবারকে জানিয়ে দেবে এই ভেবে শিশুকে হত্যা করে।

 

পরে হাত-পা বেঁধে একটি বস্তায় ঢুকিয়ে সেই ভাড়া বাসার সামনের আঙ্গিনায় মরদেহ পুঁতে দেন। পরে শিশুর বাবাকে ফোন দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শরিফুল। শিশুর বাবা শরিফুলকে মুক্তিপণ বাবদ ৫ হাজার ৪০০ টাকাও দিয়েছিলেন।

 

এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল নিজের দোষ স্বীকার করেছেন। এ ঘটনায় আরিফের বাবা মামলা করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

এ প্লাস ডিজিকম সার্ভিস

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!