বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:১৪ অপরাহ্ন

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, দেশের সর্ব নিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে তাপমাত্রা সাড়ে ৫ ডিগ্রি

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
ছবিঃ প্রথম আলো

দেশর উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢেকে আছে আকাশ। সূর্য উঠলেও অনেক এলাকাতেই রোদের কিরণ পৌঁছাচ্ছে না। চারপাশ ঘনঘোর। শীতে কাঁপছে দেশ। কুড়িগ্রামের রাজারহাটে তাপমাত্রা নেমে গেছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। দেশে এ বছর এটাই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা অব্যাহত থাকবে। এরপর থেকে উষ্ণতা একটু একটু করে বাড়বে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ রোববার উত্তরের কুড়িগ্রাম ও রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলী, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে আজ রাতে তাপমাত্রা আরও কিছুটা নেমে যেতে পারে।

 

শীতে কাঁপছে কুড়িগ্রামের মানুষ। গতকাল শনিবার থেকেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ বছর দেশে এটি সবচেয়ে কম তাপমাত্রা। এ অবস্থা কয়েক দিন থাকতে পারে।

গত ১৯ ডিসেম্বর জেলায় সর্বনিম্ন তাপমাত্র নেমে এসেছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

হাড়কাঁপানো ঠান্ডা ও কনকনে বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশায় ঢেকে আছে চারদিক। রাতভর বৃষ্টির মতো টিপটিপ করে শিশির পড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!