শ্যামাসুন্দরী খাল পূর্ণ খনন ও সচল রাখার কোর কমিটি আলোচনা সভা রংপুর বিভাগীয় কার্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক জাকির হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন কমিশনার মুহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি রশিদ বাবু, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আহসান হাবিব প্রমুখ।