জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুরে আনন্দ র্যালী
জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে আনন্দ র্যালী ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার সকালে রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়। এর পরে ১১টার দিকে ব্যান্ড পার্টি ও বিভিন্ন স্লোগান দিতে দিতে রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এদিকে রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মজিদের নেত্বতেৃ জাতীয় শ্রমিক লীগের নেতারা আনন্দ র্যালী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ মহানগরের সভাপতি রুস্তম আলী, সহ-সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শমসের আলী, কোষাধক্ষ্য শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ রতন, মহিলা বিষয়ক সম্পাদক নুপুর রহমান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শুকতারা বেগম প্রমুখ।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে যান নেতারা। বিকেলে আলোচনা সভা কেক কাটা ও দোয়া মুনাযাত করেন।