সময়ের আলো গণ মানুষের কন্ঠস্বর ও সত্য ন্যায়ের প্রতীক হয়ে উঠবে এ প্রত্যাশা ব্যাক্ত করেন বক্তারা।
মঙ্গলবার ২ মার্চ রংপুর সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে সময়ের আলো তিন বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা।
বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মহিলা পরিষদের রংপুর জেলা চেয়ারম্যান রোজি রহমান, গণমাধ্যমের প্রতিনিধি,সময় টিভির বিশেষ প্রতিনিধি রতন সরকার,রংপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউজ্জামান বাবু,ছাত্রলীগ রংপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি,সংবাদিক সাইফুল ইসলাম ।
স্বাগত বক্তব্য রাখেন সময়ের আলোর রংপুর প্রতিনিধি আসাদুজ্জামান আফজাল । স্বাবলীলভাবে উপস্থাপন করেন পলিটেকনিক কলেজের ক্রাফ্ট ইন্সটেক্টর মনিরা সিরাজ সাথী ও কনক রায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউনিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিমু, শিক্ষার্থী মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন মাত্র দুই বছরে সময়ের আলো ডিএফটির তালিকায় টপ টেন এ এসেছে। আরও এগিয়ে যাবে সময়ের আলো । বক্তারা আরও বলেন,সত্য প্রকাশে আপোসহীন দৈনিক সময়ের আলো সময়ের আলো গণ মানুষের কন্ঠস্বর ও সত্য ন্যায়ের প্রতীক হয়ে উঠবে এ প্রত্যাশা ব্যাক্ত করেছেন।