প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা জানান। সমাজে নারীদের অবস্থান সুদৃঢ় করার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, মেয়েদের কর্মক্ষেত্র বিস্তৃত করে দেয়া হয়েছে। ব্যবস্থা করা হয়েছে বিশেষ প্রশিক্ষণের।