আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হতো না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কোস্ট গার্ডের দু’টি অফশো’র ও পাঁচটি ইনশোর প্যাট্রোল ভেসেল এবং দুটি ফাস্ট পেট্রোল বোট ও ‘বিসিজি বেইজ ভোলা’র কমিশনিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন তাদের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখে সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে চাই।
আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হতো না। বিশ্বব্যাংক শিপইয়ার্ডগুলো বন্ধ করে দেয়ার পরামর্শ দিলেও বর্তমানে বড় বড় জাহাজ তৈরি হচ্ছে এখানে; যা দেশের সক্ষমতারই প্রমাণ। আওয়ামী লীগ বিরোধী দলে থেকেও কোস্টগার্ড বিল উত্থাপনের মাধ্যমে পাস করা হয়েছিলো বলেও জানান প্রধানমন্ত্রী।