প্রাতিষ্ঠানিক ক্রটিজনিত কারনে কাউকে আত্তীকরণ বঞ্চিত না করে প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে কর্মরতদেরকে অন্তর্ভূক্ত করে আগামী ১৬ ডিসেম্বর ২০২০ খ্রি. মধ্যে সকল শিক্ষক কর্মচারীকে নিয়োগ করার দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার রংপুর জেলা প্রশাসক এর মাধমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) রংপুর জেলা কমিটির আয়োজনে মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) রংপুর জেলা কমিটির সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক মকলুবার রহমান, রওশানুল কাওসার সংগ্রাম সহ আরও অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ।