সাড়ে ৩ শতাধিক বাংলাদেশ সরকারি কলেজ সমূহের ৫ শতাধিক ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের বেতন ভাতা বৃদ্ধি ও চাকুরী স্থায়ীকরণ মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাকে সংশোধন ও পরিমার্জন, আবাসন ব্যবস্থান, সড়ক দূর্গটনা, অগ্মী দুর্ঘটনা ও অন্যান্য ঘটনায় মৃত্যুকারী ইমাম মুয়াজ্জিনদের আর্থিক হিসেবে নগদ ১০ লক্ষ টাকা প্রদান ও দেশি বিদেশি অনুদান প্রদানের দাবীতে মানববন্ধ আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় সভাপতি মাওলানা মোঃ রবিউল ইসলাম, সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মোত্তালিবসহ অন্যান্যরা।