জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ভোটের রাজনীতিতে জাতীয় পার্টি বন্ধুত্ব করবে, কিন্তু কারো দাসত্ব করবে না। আওয়ামী লীগ আমাদের ক্রীতদাস মনে করে ব্যবহার করার চেষ্টা করেছিল। আমাদেরকে তারা শুধু হুকুম করেছিল কিন্তু কোনো সুযোগ-সুবিধা দেয়নি।
শনিবার (৪ মার্চ) রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ। যারা নানাভাবে দুর্নীতি ও অনিয়ম করছে সরকার তাদেরকেই রক্ষা করছে। সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই প্রকল্পগুলোর কাজ কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই করা হয়েছে। শুধু লুটপাটই হয়েছে। কোনো কাজের সময় দেওয়া আছে তিন বছর, অথচ কাজ হচ্ছে ১০ বছর ধরে।
জাপা চেয়ারম্যান বলেন, বড় বড় বিল্ডিং হচ্ছে কিন্তু শিক্ষার মান বাড়ছে না। জনগণের টাকা লুট করে খাচ্ছে এই সরকার। বিল্ডিং করলে কি শিক্ষার মান বাড়বে নাকি। এই হলো আমাদের উন্নয়ন। এক শ্রেণির মানুষ হাজার হাজার, লাখ লাখ টাকা আয় করছে। আরেক শ্রেণির মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। কমার কোনো লক্ষণ নেই।
সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর ও জেলা সভাপতি এবং সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আদিলুর রহমান আদিল, মহানগর জাপার সাধারণ সম্পাদক এইচ এম ইয়াসির, জেলা জাপার সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সহসভাপতি লোকমান হোসেন প্রমুখ।