মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন

সাকিব ইস্যুতে মুখ খুললেন তামিম

এপ্লাস অনলাইন
  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
বাংলাদেশ দলের ড্রেসিংরুমের অবস্থা ভালো না। বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ। এমন দাবি করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এমনটা মনে করেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে রোববার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তামিম ইকবাল  বলেন, ‘আমার কাছে মনে হয় দলের আবহাওয়া অনেক দিন ধরেই ভালো। দলের অবস্থা দেখলে বুঝবেন। আমি কোনো পার্থক্য দেখি না, সবকিছুই স্বাভাবিক।’ তিনি আরও বলেন, সাকিবের সঙ্গে তার কোনো ধরনের ঝামেলা নেই। ড্রেসিংরুমের পরিবেশও ভালো আছে। ড্রেসিংরুমের পরিবেশ ভালো না থাকলে বাংলাদেশ দল সাফল্য পেত না বলে মনে করেন তিনি।
সাকিব-তামিমের মধ্যকার সম্পর্ক নিয়ে পাপন ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সাকিব-তামিম মাঠ কিংবা ড্রেসিংরুম, কোথাও কথা বলে না। ড্রেসিংরুমের পরিবেশ খুব খারাপ। তবে এটার কিছুটা উন্নতি হয়েছে। ইংল্যান্ড সিরিজ থেকে আমি অবস্থার আরও উন্নতি চাই, অন্ততপক্ষে ড্রেসিংরুমে হলেও। বাইরে কে কী করবে, সেটা আমার দেখার বিষয় নয়।’

 

 

তিনি আরও বলেন, ‘এটা স্বাস্থ্যকর নয়। আমি বিষয়টা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। সাকিব-তামিম সম্পর্কের ফাটল সমাধানের চেষ্টা আমি করেছি। উভয়ের সঙ্গে কথা বলেছি। পরে দেখলাম, এর সমাধান করা এতটা সোজা নয়। এটা আমার পর্যবেক্ষণ। এই ঝামেলার সমাধান সহজ নয় জেনে সাকিব-তামিমের কাছ থেকে নাকি প্রতিশ্রুতিও নিয়েছিলেন বিসিবির প্রধান। তিনি বলেন, ‘তাদের মধ্যে কী চলছে, আমরা সেটা জানি না। কিন্তু দুজনকেই একটা বার্তা দেয়া হয়েছে। খেলা চলাকালে কিংবা সিরিজের মাঝে এসব বিষয় সামনে আসতে পারবে না। দুজনেই এ ব্যাপারে নিশ্চিত করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

এ প্লাস ডিজিকম সার্ভিস

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!