নাগরিক উদ্যোগ এর আয়োজনে রংপুর সদর উপজেলার উপকার বঞ্চিতদেরকে মানবিক সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাউল, মসুরডাল, তেল, আলু, গুড়া দুধ, সাবান, মাস্ক, লবন ইত্যাদি সামগ্রী।
সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত মানবিক সহায়তার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা এসি ল্যান্ড রাসেল মিয়া, নাগরিক উদ্যোগের উর্ধতন কর্মকর্তা আবু নাসের মাসুদ, নাগরিক উদ্যোগের এরিয়া ম্যানেজার শ্যামল মহন্ত, তৃণমূল নারী নেটওয়ার্কের এরিয়া অফিসার শিল্পী রানি সিকদার, নাগরিক অধিকার দলের সদর উপজেলার সভাপতি খন্দকার আরব আলী বাবু, নাগরিক অধিকার দলের বদরগঞ্জ উপজেলার সভাপতি শেখ আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মারফত আলী, তৃণমূল নারী নেটওয়ার্ক সহকারী এরিয়া অফিসার মানিক মোক্তার প্রমুখ।