সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নাম শাকিব খান। সব জায়গাতেই ঢাকাই সিনেমার এই চিত্রনায়কের প্রেম বিয়ে সন্তান নিয়ে মুখরোচক গল্প। সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে শাকিবিয়ানদের সঙ্গে সাধারণ মানুষের তর্ক-বিতর্ক চলছেই। এই বিষয়ে প্রথমে চুপ করে থাকলেও এবার মুখ খুলেছেন শাকিব খান।
সমালোচনার জবাবে এই চিত্রনায়ক বলেন, ‘সিনেমার নায়কের ঊর্ধ্বে আমি কিন্তু একজন মানুষ। আর মানুষ হিসেবে আমারও ব্যক্তিগত একটি জীবন আছে। সেই জীবনে নানা ঘটনা ঘটতেই পারে। তাই বলে তাতে ঝড়-ঝঞ্ঝার তো কিছু নেই। আমাকে নায়ক হিসেবে দেশ-বিদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে। তাই আমার সব ব্যাপারে তাদের জানার আগ্রহটা একটু বেশি। এটা দোষের কিছু নয়।’
বুবলীর সঙ্গে বাকি জীবন কাটাতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।
এদিকে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যে নায়িকার সঙ্গেই কাজ করেন তার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে যান শাকিব খান।
এরই সঙ্গে হালের আলোচিত নায়িকা পূজার চেরির সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে।এসব বিষয় নিয়ে এতদিন ধরে চুপ থাকলেও এবার গণমাধ্যমের সামনে মুখ খুললেন শাকিব।
এই বিষয়ে তিনি বলেন, ‘আমি কমপক্ষে শতাধিক সিনেমায় অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে। আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত।’
মীরজাফররূপি কিছু কাছের মানুষেরাই এসব গুঞ্জন ছড়াচ্ছেন বলে মনে করেন শাকিব খান। এসব শত্রুকে পরিহার করে শাকিব বললেন, ‘আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।’
এ চিত্রনায়ক বলেন, ‘আসলে প্রতিষ্ঠিত মানুষের পেছনে সবসময় ইর্ষাপরায়ণ কিছু শত্রু থাকে, তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। এসব মানুষ কিন্তু বন্ধুরূপে কাছেই থাকে।
সম্প্রতি রায়হান রাফীর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এছাড়া তপু খান, মিজানুর রহমান আরিয়ানের সঙ্গেও কাজ করার কথা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।