সারা বাংলাদেশে নারী নির্যাতন, হত্যার প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান রংপুর বিভাগ আয়োজিত টাউন হলের সামনে রংপুর সাংস্কৃতিক কর্মীদের বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত বৃহস্পতিবার দুপুরে মানববন্ধনে সভাপতিত্ব করেন নাট্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজী মোঃ জুননুন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান সভাপতি মন্ডলীর সদস্য ও নাট্য কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগরের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, নৃত্য শিল্পী সংস্থার সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, দুখু মিয়া সংসদের সভাপতি আল আমিন, বিশিষ্ট প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, খন্দকার আব্দুল মজিদ হিরু, রংপুর মহানগর উন্নয়ন ফোরামের সভাপতি রফিকুল আলম, হাসান আলী, মোকসুদার রহমান মুকুল, মিজান তালুকদার, আজাহার হোসেন ডালু, সাংবাদিক মেরিনা লাভলী, কাইয়ুম খান, আওয়ামী লীগ নেত্রী বর্ণা, রনজিৎ কুমার রায়, সাংবাদিক আসাদুজ্জামান আফজাল প্রমুখ। এ+