সিরাজগঞ্জের কোনাবাড়ীতে বাস ও ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানান, ময়মনসিংহগামী বাসের সঙ্গে উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহত ১৪ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও এখন চলাচল স্বাভাবিক হয়েছে।