সোমবার মামলার প্রধান আসামি সাইফুরকে আদালতে নেওয়া হয়।
এর আগে সোমবার মামলার প্রধান আসামি সাইফুর, ৪ নম্বর আসামি অর্জুন লস্কর ও ৫ নম্বর আসামি রবিউলেরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী মাহবুবুর রহমান রনি, রাজন ও আইনুদ্দিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।
এ তিনজনের মধ্যে রনি মামলার ৩ নম্বর আসামি। আর বাকি দুজন এজাহারে থাকা সন্দেহভাজন আসামি।
এর আগে সোমবার মামলার প্রধান আসামি সাইফুর, ৪ নম্বর আসামি অর্জুন লস্কর ও ৫ নম্বর আসামি রবিউলেরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ঘটনায় তরুণীর স্বামীর দায়ের করা মামলায় আসামিরা হলেন- সাইফুর রহমান (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে এখন পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে।