বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন

সুনামগঞ্জে সনাতনধর্মবলম্বীদের বাড়িঘরে হামলাঃ দেড় হাজার জনের বিরুদ্ধে হামলা

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

 

হিন্দুদের বাড়িঘরে হামলায় অজ্ঞাত আসামি ১৫শ’
সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে মামলা।

সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ১ হাজার ৫শ জনকে। এর আগে এক শাল্লার নোয়াগাঁও গ্রামের এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় আসামি করা হয় ৫০ জনকে। নিরাপত্তার স্বার্থে মামলার বাদী নাম গোপন রাখা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরইমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। মামলার বাকি আসামিদের ধরতে রাতভর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ও সিলেট রেঞ্জের ডিআইজি।

এদিকে, হামলার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না এবং উস্কানিদাতাদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের শাল্লায় ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানান র‌্যাব মহাপরিচালক। এ সময় তিনি হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেন।

প্রসঙ্গত, গেল ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক ইসলামী বক্তার দেয়া বক্তব্যের সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দেন এক হিন্দু যুবক। তার দেয়া স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হলে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করে। পরে ওই রাতেই প্রতিবাদ মিছিল করে এলাকাবাসী। পরদিন ১৭ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এরপর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!