মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দেলোয়ারকে তিন দিনের রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দেলোয়ারকে আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের বহুল আলোচিত ও সমালোচিত বেগমগঞ্জের নারী নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্র আইনে একটি মামলায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরো বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। এই মামলাটি যাতে দ্রুত বিচার সম্পন্ন হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে একটি পিস্তল ও দুই রাইন্ড তাজা গুলিসহ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে র্যাব-১১। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছে।
পরে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জে দেলোয়ারের মাছের খামারে অভিযান চালিয়ে সাতটি তাজা ককটেল ও বন্দুকের দুটি কার্তুজ উদ্ধার করে। বিস্ফোরক ও গুলি উদ্ধার ঘটনায় দেলোয়ারের রিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পৃথক একটি মামলা দায়ের করেছে র্যাব।