বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি এ কে এম মোজাম্মেল হক রংপুর জেলা ও সিটি কর্পোরেশনের ২০১৯-২০২০ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতা এবং ভিআইপি হিসাবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মনোনীত ও পুরস্কৃত হওয়ায় তাকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৩ মার্চ) রাতে পর্যটন মোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব অহিদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পীরগাছা উপজেলার চেয়ারম্যান ও ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর বিভাগ এর আহবায়ক আবু নাসের শাহ মোঃ মাহাবুবার রহমান, গাইবান্ধা সুন্দরগঞ্জের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শিবরাম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (অব:) মোঃ নুরুল আলম, রংপুর জেলা মটর মালিক সমিতির সদস্য মোঃ মোস্তাহাক, ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কারমাইকেল কলেজের সাবেক এজিএম আজিজুল ইসলাম, ইট প্রস্তুতকারী মালিক সমিতির কোষাধ্যক্ষ আবদুল্লাহ হেল কাফি, ইট প্রস্তুতকারী মালিক সমিতি মিঠাপুকুর এর সাধারণ সম্পাদক সাফিউর রহমান, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর বিভাগের সদস্য সচিব মোঃ এনামুল হক, ইট প্রস্তুতকারী মালিক সমিতি পীরগাছা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়া, বদরগঞ্জ পৌরসভার মেয়র টুটুল চৌধুরী, বদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সুইট, কাউনিয়া উপজেলার সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক, চ্যানেল আই রংপুর প্রতিনিধি মেরিনা লাভলী । সংবর্ধিত অতিথি এ.কে.এম. মোজাম্মেল হক সকল আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।