সোমবার রংপুরে শুরু হচ্ছে কর মেলা। রংপুর কর অঞ্চলের আওতায় সাত জেলা থেকে ২০২১-২২ অর্থবছরে ৮৫০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা নেয়া হয়েছে। মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।রোববার রংপুর কর ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রংপুরের কর কমিশনার আব্দুল হান্নান দেলোয়ার হোসেন।
কর কমিশনার জানান, ২০২০-২০২১ অর্থ বছরে কর অঞ্চল রংপুরে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭ শ’ ৬০ কোটি টাকা। আদায় হয়েছে ৭শত ৭৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চাইতে ১৯ কোটি টাকা বেশি। ওই বছর রংপুর কর অঞ্চলে আয়কর রির্টান জমা দিয়েছেন ৮৩ হাজার ২ শত ৮৩ জন করদাতা। সেবা গ্রহণ করেছেন ২ লাখ ৪৯ হাজার ৮ শত ৪৯ জন করদাতা। মোট টিআইএনধারী করদাতার সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৭ শত ৩১।
১লা নভেম্বর মাসব্যপী আয়কর রির্টান গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান অনুষ্ঠান রংপুর ছাড়াও বিভাগের দিনাজপুর, লালমনিহাট,নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, পঞ্চগড় জেলা ছাড়াও রংপুরের বদরগঞ্জ, দিনাজপুরের পর্বতিপুর, ফুলবাড়ি,বোচাগঞ্জ, ঠাকুরগায়ের পীরগঞ্জ, পঞ্চগড়ের দেবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় মাসব্যাপী এই মেলা চলবে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম, সহকারী কর কমিশনার সৈয়দ নুরুল হুদাসহ সিনিয়র কর্মকর্তারা।