স্বাধীনতার সুবর্ণ জয়স্তী পালনে রংপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার সকালে রংপুরের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ২৫ শে মার্চ কালো রাত্রি ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
সভায় বিভিন্ন কর্মসূচি ২৬ শে মার্চ কর্মসূচি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানি। ২৫ শে মার্চ ৯টা ১মিনিটে সকল ভবন বাসা বাড়ি ১ মিনিট আলো বন্ধ রেখে বøাক আউট কর্মসূচি গ্রহণ করা হয়। ২৬ শে মার্চ প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে শহিদদের স্বৃতির প্রতি সম্মান দেখিয়ে পুষ্পমাল্য অর্পণ জাতীয় পতাকা উত্তোলনসহ দিনব্যাপি নানা কর্মসূচির সিদ্ধান্ত গৃহিত হয়।
বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এড.ছাফিয়া খানম জেলা আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সাবেক অধ্যাপক শাহ আলম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোয়ার হোসেন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ,সভায় উপস্থিত ছিলেন সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।