জাতির জনক ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুর মেডিকেল কলেজের সামনে চিকিৎসকদের বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
১২ ডিসেম্বর শনিবার বিশাল মানববন্ধনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.কে.এম নুরুন্নবী লাইজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ সৈয়দ মামুনুর রহমান, মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ অধ্যাপক মাহফুজার রহমান, ডাঃ মোঃ আব্দুল ওহাব, ডাঃ মাজেদুল ইসলাম লিটু, ডাঃ আবু রায়হান, মোঃ সুজা-উদ-দৌলা, ডাঃ মোস্তাফিজার রহমান পাভেল, ডাঃ এ.কে.এম কামরুল হুদা আপেল, ডাঃ শারমীন সুলতানা লাকী, ডাঃ মিলন সরকার, এছাড়াও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।