রংপুরে বিনামূল্যে হতদরিদ্রদের মাঝে পারিবারিক স্বাস্থ্য কার্ড বিতরণ
বিনামূল্যে হতদরিদ্রদের মাঝে সেবা প্রদান করার লক্ষে পারিবারিক স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নগরীর ৩০নং ওয়ার্ড সাতমথা নগর মাতৃসনদ কেন্দ্রে রসিকের বাস্তবায়নে ও লাইট হাউজের পরিচালনায় কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লাইট হাউজের নির্বাহী প্রধান হারুণ অর রশীদ এর সভাপতিত্বে অনিষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপিএইচডিপি -২য় পর্যায়ের প্রশিক্ষন ও উপ-প্রকল্প পরিচালক প্রশাসনের উপ সচিব রফিকুল ইসলাম সেলিম,
রসিকের সচিব রাশেদুল হক রাশেদ, রসিকের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজু প্রমুখ।
আলোচনা সভা শেষে হতদরিদ্রদের মাঝে পারিবারিক স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানের অতিথিবৃন্দ।