বুধবার, ৩১ মে ২০২৩, ১১:১৭ অপরাহ্ন

হত্যা মামলায় জামিন পেয়ে ধর্ষণ! আবারও গ্রেপ্তার

এপ্লাস অনলাইন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
কিশোরী ধর্ষণ মামলায় লাদেন শেখ (২০) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। লাদেন হত্যা মামলায় জামিনে মুক্ত ছিলেন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (৩০ মার্চ) ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তত্য নিশ্চিত করেছে। বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা থেকে তাকে আটক করা হয়।

লাদেন শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের আফজাল আলী মোল্যার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

 

ফরিদপুর-৮ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। আটকের পর তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

গত বছরের ৩০ জানুয়ারি পারিবারিক বিরোধের জেরে লাদেন শেখ, ইব্রাহীম শেখসহ আরো কয়েকজন একই এলাকার সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে শাহেদ শেখকে পিটিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় ওইদিন রাতেই নিহত শাহেদ শেখের ফুফা লিটন খান বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

 

পরবর্তীতে গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার স্বপ্ননগর আবাসন এলাকার একটি বাড়িতে অভিযুক্ত লাদেন শেখ নির্মাণ শ্রমিকের কাজে যায়। সেখানে এক কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার পরদিন কিশোরীর মা বাদী হয়ে লাদেন শেখকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। এর পর থেকে লাদেন শেখ পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে ফরিদপুর র‌্যাব-৮ নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে তাকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!