হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় দুই অটোরিকশার ৮ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে এক শিশু, দু্ইজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।
সোমবার বিকাল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাস নবীগঞ্জের সাতহাইল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এর পর গাড়ি দুটিকে টেনে নিয়ে বাসটি খাদে পড়ে যায়। অটোরিকশা দুটি ওই বাসের নিচেই চাপা পড়ে।
হা্ইওয়ে পুলিশ জানিয়েছে, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাসটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ২টি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ২টি এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে এক শিশু, দুই নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।