ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত হওয়া কমিশনার ইরফান সেলিমের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে দুটি মামলায় এক বছর ও ছয় মাসের কারাদণ্ড দেন। মঙ্গলবার উভয় মামলায় জামিন দিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পী।
ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণ নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক মামলায় এক বছরের জেল ও ওয়াকিটকি রাখার মামলায় ছয় মাসের জেল দিয়েছিলেন ইরফানকে।
গত ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধর করেন ইরফানের সহযোগীরা। এ ঘটনায় মামলা হলে আলোচনায় আসেন ইরফান।