বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন

৩০শে ডিসেম্বর মুক্তিযুদ্ধে চেতনাকে ধ্বংস করে একদলীয় সরকার কায়েম করেছে আওয়ামী লীগ : ফখরুল

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাসীন দলকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠাকে নতুন বছরের একমাত্র সংকল্প বলছে বিএনপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশ থেকে দাবি করা হয়। দলটির নেতাদের অভিযোগ, ৩০শে ডিসেম্বর মুক্তিযুদ্ধে চেতনাকে ধ্বংস করে একদলীয় সরকার কায়েম করেছে আওয়ামী লীগ।

কর্মসূচি ছিল ঘোষিত। তাই নির্ধারিত সময়ের আগেই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনের ফল প্রত্যাখান করে দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। সেই দিনটি স্মরণে উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ।

বিক্ষোভে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে দাড়িয়েও সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে। এই গণতান্ত্রিক সংগ্রাম শুধু বিএনপির একার নয়, সব দল মতের সংগ্রাম। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। নতুন বছরে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় শপথ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!