রংপুর সিআইডি কর্তৃক বিকাশ প্রতারক ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সোনামুখির চড় এলাকার মৃত মাধব মন্ডল এর ছেলে গোকুল মন্ডল (৪৮), দেওড়া এলাকার মজিবুর রহমান এর ছেলে আব্বাস হোসেন (২৩) ও মাদারীপুর জেলার শিবচড় থানার পশ্চিম কাকৈ শিরুয়াইল এলাকার মৃত হোসেন গাজীর ছেলে ফিরোজ গাজী (৪৬) কে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার মামলা নং ১২, ধারা ১৭০/৪০৬/৪২০ প্যানেল কোড এর আসামীদের গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা থেকে ১৩/১০/২০২০ ইং তারিখে গ্রেফতার করে। মামলা তদন্তকারী এস আই আহসানুল্লার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আসামীরা বিকাশের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা প্রতারনা করে আত্মসাৎ করে। আসামীরা অভিন্ন প্রতারণায় বিকাশ সহ অন্যান্য লোকজনের নিকট প্রচুর টাকা আত্মসাৎ করে পুলিশি গ্রেফতার এড়ানোর ভয়ে ঢাকায় আত্মগোপন করেছিল। পরে ঢাকা ডিআইজি শেখ নাজমুল আলম, এডিশনাল ডিআইজি একরামুল হাবিব ও ঢাকা সিআইডির নির্দেশনায় বিশেষ পুলিশ সুপার নিলু মিয়া বিশ্বাস এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিকাশ প্রতারকেদের কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রতারকেরা তাদের নিজ এরকায় ওয়েলকাম পার্টি নামে পরিচিত।