বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন

৫ এপ্রিল থেকে সারাদেশ লকডাউন

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

করোনা পরিস্থিতির ক্রম অবনতির কারণে আবারও লকডাউন ঘোষণা আসছে। সোমবার থেকে সাত দিনের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এ তথ্য দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, কভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

এ দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসিকে বলেছেন, এক সপ্তাহের এই ‘লকডাউন’ সোম অথবা মঙ্গলবার শুরু হতে পারে।

এখনই চূড়ান্ত দিন তারিখের কথা উল্লেখ না করে বলেন, জনগণকে প্রস্তুতি নেবার সুযোগ দেওয়া হবে।

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করতে লকডাউনসহ ১২ দফা সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়, সম্ভব হলে সম্পূর্ণ লকডাউনে যেতে হবে। না হলে অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় রেখে যেকোনো জনসমাগম বন্ধ করতে হবে।

এর আগে গত বছর মার্চে দেশে প্রথমবারের মতো লকডাউন ঘোষিত হয়।

শুক্রবার নাগাদ দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন এবং মারা গেছে ৯ হাজার ১৫৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!