বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
ফলাফল প্রকাশের অনুষ্ঠানে সভাপতি মো. আবু তালেব, এনবিকেপিএসএস ও মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী, এনবিকেপিএসএস চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড-এর নিকট হস্তান্তর করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড ও শিক্ষা সচিব এনবিকেপিএসএস মো. খায়রুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মো. জাহাঙ্গীর আলম ও সচিব, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড, যুগ্ম-মহাসচিব মো. আসাদুজ্জামান বিপ্লব এনবিকেপিএসএস, সাংগঠনিক সচিব মো. আব্দুল আখের রাশেদী, অর্থসচিব মো. মিজানুর রহমান, দপ্তর সচিব মো. লুৎফুল্লাহ, সভাপতি রংপুর মহানগর শাখা মো. মহির আলী ও সচিব শেখ মো. আজহারুল ইসলাম।
ফলাফল গেজেট হস্তান্তর অনুষ্ঠানটি উপস্থাপন করেন প্রচার প্রকাশনা সচিব মো. হুমায়ুন কবির রিপন।
বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগে ৮৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩২৩৯৪ (বত্রিশ হাজার তিনশত চুরানব্বই) জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তন্মধ্যে ট্যালেন্টপুল ৩০৯১ জন ও সাধারণ গ্রেড ৫৪৯৮ জন সর্বমোট ৮৫৮৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
গত সোমবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে একসঙ্গে দেশের সংশ্লিষ্ট জেলা ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ফলাফল প্রকাশ করা হয়।