কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ ডিসেম্বর) রাতে একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদেরকে ভাস্কর্য ভাংচুরের অভিযোগে আটক করা হয়। আজ রোববার (৬ ডিসেম্বর) প্রেস ব্রিফিং করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা আজ রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিফ্রিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের দুজনকে শনাক্ত করা হয়। পরে মাদ্রাসায় অভিযান চালিয়ে সেখান থেকে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে প্রেস বিফ্রিংয় করে বিস্তারিত জানানো হবে।