ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় দফায় ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে স্পাইস জেটের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ভ্যাকসিন পৌঁছায়।
বিমানবন্দরে এসময় ভ্যাকসিন গ্রহন করতে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন ও বেক্সিমকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পাঁচটি ফ্রিজার ভ্যান ভ্যাকসিন বহনে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে। অবতরণের প্রায় দেড়ঘণ্টা পর রাত ২টার দিকে ভাকসিনবাহী বেক্সিমকোর ফ্রিজার ভ্যানগুলো বিমানবন্দর থেকে গাজীপুরের দিকে রওনা দেয়। সেখানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভ্যাকসিনগুলো রাখা হবে।
ভারতের সেরাম ইনস্টিটউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মার মধ্যে তিন কোটি ভ্যাকসিন ক্রয়চুক্তির মধ্যে এটি ছিলো দ্বিতীয় চালান।
(খবরঃ এফএনএস)